Indian Museum ভ্রমণ -পর্ব ৪২

হ্যালো বন্ধুরা, সুপ্রভাত । আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন । "প্রাচীন ভারতের এন্টিক দ্রব্যসামগ্রীর প্রদর্শনী" পর্বের আজকে দশম পর্ব । এ পর্যন্ত মোট নয়টি পর্বে আমি কাঠ, ধাতু ও হাতির দাঁতের তৈরী অনেক antique দ্রব্যের ফোটোগ্রাফ শেয়ার করেছি । আশা করি খুব একটা খারাপ লাগেনি আপনাদের কাছে । আমাদের আজকের এপিসোডে যে সব antique বস্তুর ফোটোগ্রাফি থাকছে সেগুলো হলো : ১. সম্পূর্ণ হাতির দাঁতের তৈরী মুঘল আমলের একটি রাজপ্রাসাদের মিনিয়েচার মডেল ২. একটি প্রাচীন ভারতীয় ফ্লাওয়ার ভাস ৩. ব্রোঞ্জ নির্মিত মহিষাসুরমর্দিনী দেবী দুর্গার প্রতিমা ৪. গাঢ় নীল বর্ণের কাঁচ দিয়ে নির্মিত বহু প্রাচীন একটি সুরাপাত্র ৫. একটি সম্পূর্ণ স্বর্ণ নির্মিত ফলের রেকাবি ৬. কষ্টি পাথরের ও ব্যাসল্ট পাথরে নির্মিত দুটি নাড়ু গোপালের মূর্তি ৭. সম্পূর্ণ হাতির দাঁত দিয়ে তৈরী একটি শিঙ্গা তো বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক আমাদের আজকের আয়োজন কি আছে ! আশা করি খুব একটা খারাপ লাগবে না আজকের আয়োজন আপনাদের কাছে । সম্পূর্ণ হাতির দাঁতের তৈরী মুঘল আমলের একটি রাজপ্রাসাদের মিনিয়েচার মডেল । প্রাসাদটি দো'তলা । প্রকান্ড সিংহদ্বার, অনেকগুলি গবাক্ষ, প্রাসাদের শীর্ষে বিশাল বড় এবং সুউচ্চ একটি গম্বুজ, গম্বুজের চারিদিকে চারটি মিনার । আর প্রাসাদের বাইরে ফিল্ডে ঠিক চার কোন চারটি সুউচ্চ টাওয়ার রয়েছে । টাওয়ার গুলো হলো প্রাসাদের সুরক্ষার জন্য নজরদারি করার জন্য । স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত । একটি প্রাচীন ভারতীয় ফ্লাওয়ার ভাস । ফ্লাওয়ার ভ্যাসটির গায়ে রয়েছে সাদা, গাঢ় নীল সবুজ এবং আকাশী রঙের অনেকগুলি ফুল লতা পাতা, পাখি এবং হিন্দু দেব দেবীর নান্দনিক প্রতিকৃতি । স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত । ব্রোঞ্জ নির্মিত মহিষাসুরমর্দিনী দেবী দুর্গার প্রতিমা । মা দুর্গার সাথে রয়েছে লক্ষী, সরস্বতী, গণেশ এবং কার্তিক । আর রয়েছে মা দুর্গার বাহন সিংহ এবং মহিষাসুর । দেবী দূর্গা শূলাঘাতে মহিষাসুরের বক্ষ বিদীর্ন করছেন । স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত । গাঢ় নীল বর্ণের কাঁচ দিয়ে নির্মিত বহু প্রাচীন একটি সুরাপাত্র । এই পাত্র সুরা রেখে তা থেকে ঢেলে ঢেলে খাওয়া হতো । স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত । এটি একটি সম্পূর্ণ স্বর্ণ নির্মিত ফলের রেকাবি । প্রাচীন ভারতীয় কোনো এক রাজার কোষাগারে ছিল হয়তো । রেকাবিটি অনেক বড় । ওজন প্রায় ১০ কিলো । ভাবা যায় ১০ কিলো ওজনের রেকাবিতে করে ফল খেতেন রাজা বাদশারা । রেকাবিটি অসংখ্য ফুল লতা পাতার ডিজাইন করা । স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত । নাড়ু গোপালের দুটি মূর্তি । উপরেরটি হলো কষ্টি পাথরের তৈরী আর নিচেরটি হলো ব্যাসল্ট পাথরে নির্মিত । অনিন্দ্যসুন্দর দুটো মূর্তিই । স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত । সম্পূর্ণ হাতির দাঁত দিয়ে তৈরী একটি শিঙ্গা । শিঙ্গাটির গায়ে অসংখ্য হিন্দু দেব-দেবীর মূর্তি খোদাই করা আছে । প্রাচীন কালে শিঙ্গা ছিল যুদ্ধের সূচনা করার সংকেত জ্ঞাপন করার একটি বাদ্যযন্ত্র । শিঙ্গাটির উপরে ভগবান বিষ্ণুর বাহন গরুড়ের একটি মূর্তি রয়েছে । গরুড় হলো অর্ধেক পক্ষী আর অর্ধেক মানুষ । তার এক কাঁধে শ্রীবিষ্ণু আসীন রয়েছেন । স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত । ক্যামেরা পরিচিতি : OnePlus ক্যামেরা মডেল : EB2101 ফোকাল লেংথ : ৫ মিমিঃ

تعليقات

المشاركات الشائعة